Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
চালুয়াহাটি ইউনিয়ন আ.লীগের জাতীয় শোক দিবস পালন
বিস্তারিত

মনিরামপুরের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খাঁন টিপু সুলতান বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জম্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। সেই জাতির জনককে স্বপরিবারে একটি বিশেষ রাজনৈতিক মহলের ষড়যন্ত্রে বিপথগামী কতিপয় সৈনিক ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে ধানমন্ডির-৩২নম্বর বাড়িতে পৈশাচিক হামলা চালিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করে। সেদিন সে হামলা থেকে রক্ষা পাইনি ১০ বছরের শিশু শেখ রাসেলও। শুক্রবার বিকালে উপজেলার নেংগুড়াহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, ইঞ্জিনিয়ার আকরাম হোসেন, মাস্টার ইব্রাহীম হোসেন, আব্দুল হাই, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সন্দীপ ঘোষ, মারুফ আল রাজী, রাজু আহম্মেদ ও আব্দুল ওয়াদুদ প্রমূখ।