ঘুঘুদা নদী
১১ নং চালুয়াহাট ইউনিয়নের ইতিহাস
চালুয়াহাটী গ্রামের নাম করণঃকালেরস্বাক্ষীবহনকারী ঘুঘুদা নদীরতীরে গড়ে উঠাচালুয়াহাটী গ্রাম।বিভিন্ন স্থান থেকে ঘুঘুদা নদীরতীরেচাউল আমদানী রপ্তানী হত এই নাম অনুসারে সেখান থেকে এই গ্রামের নাম হয় চালুয়াহাটী।মনিরামপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চলহলো চালুয়াহাটী, আর এই নাম অনুসারে ১১ নং চালুয়াহাটী ইউনিয়নপরিষদগঠিত হয়।কাল পরিক্রমায় আজ ১১নংচালুয়াহাটীইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্নক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজওসমুজ্জ্বল।
ক) নাম – ১১ নং চালুয়াহাটীন ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ২৭.৫১(বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা –২৫,৩৭৬জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৮টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৯টি।
চ) হাট/বাজার সংখ্যা -০৪টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ভ্যান/ইঞ্জিন চালিত ভ্যান/মোটরসাইকেল।
জ) শিক্ষার হার –৪৭.৩৬%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৯টি,
মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৫টি,
এবতেদায়ী মাদ্রাসা- ০৫টি, দাখিল মাদ্রসা-০৪টি, আলিম মাদ্রসা-০২টি, ফাজিল মাদ্রসা-০১টি।মোট=১২টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –মোঃ বজলুর রহমান।
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- নাই।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ১টা।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/০২/১৯৪৯ইং।
ড) গ্রাম সমূহের নাম –
চালুয়াহাটী গোপীকান্তপুর ত্রিপুরাপুর
আটঘরা রামনাথপুর মোবারকপুর
লক্ষণপুর ঘিবা ইচানী
রত্নেশ্বরপুর পানিছত্র হয়াতপুর
রতনদিয়া সিংহেরখাজুরা হরিশপুর
গৌরীপুর রসুলপুর বাজেচালুয়াহাটী
ঢ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS