১১ নং চালুয়াহাটী ইউনিয়নের দর্শনীয় স্থান গুয়ালঘাটা মহাশশ্মানকৃঞ্চ মন্দির, মোবারকপুর।
শত বছরের কাল পরিক্রমায় চালুয়াহাটীইউনিয়নস্থিত মোবারকপুরগ্রামে গুয়ালঘাটাশসনঘাটরয়েছে। এই মন্দিরে প্রতি বছর বুদ্ধ পুর্ণিমাতে মহাসমারোহেতিন দিনব্যাপী বিভিন্ন পুজা ও অনুষ্ঠান হয়ে থাকে। এ পুজানুষ্ঠানের মধ্যেরয়েছে— প্রথম দিন অধিবাস ও সমবেত উপাসনা। দ্বিতীয় দিন উষালগ্নে মঙ্গল আরতি, প্রভাতী শিবসঙ্গীত, শিবপূজা, বিষ্ণুপূজা, গুরুপূজা, সপ্তসতী চণ্ডী পাঠ, পুষ্পাঞ্জলি ও দুপুরে মহাপ্রসাদ বিতরণ। বিকালে ধর্মসভা ওবিশ্বশান্তিকল্প্পে সমবেত প্রার্থনা এবং রাতে স্মৃতি মন্দিরে মহাশক্তিরপূজা ও সমবেত প্রার্থনা। তৃতীয় দিন শীতলা দেবীর পূজা ও হোম। এ উপলক্ষেকুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া, সিলেট, ঢাকা ও নারায়নগঞ্জ জেলা সহ বাংলাদেশেরবিভিন্ন জেলা এবং ভারত হতে বহু পুন্যার্থীর শুভাগমন ঘটে।
যাতায়াত- মনিরামপুরউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট থেকে সিএনজি/ রিক্সা যোগে নেংগুড়াবাজারে আসা যায়।
ভাড়ার হার-১৫ -২৫টাকা। (জনপ্রতি)
[ ১১নং চালুয়াহাটী ইউনিয়নের একটি ঐতিহ্যবাহি জমজমিয়া ঈদগা ময়দান।
যাতাযাত:-মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট থেকে সিএনজি/রিক্সা যোগে আসা যায়।
ভাড়ার হার:-১০-২৫ টাকা। (জনপ্রতি)
0১১নং চালুয়াহাটী ইউনিয়ন পরিষদ ভবন।0
Xকালেরস্বাক্ষী বহনকারী ঘুঘুদা নদীরতীরে গড়ে উঠা মনিরামপুর উপজেলার একটি ঐতিহ্যবাহীঅঞ্চল হলো ১১ নং চালুয়াহাটী ইউনিয়নপরিষদ।কাল পরিক্রমায় তার নাম করণ করে এই১১নং চালুয়াহাটীইউনিয়নপরিষদ ভবনটি স্থাপিত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS